কারিশমা

কারিশমা শেখ চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সবাইতো সুখী হতে চায়’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আগমন করেন। তার অভিনীত অন্যান্য ছবি হল ‘রাঙ্গা বাইদানী’, ‘ভাল হতে চাই’, ‘নতুন সাত ভাই চম্পা’ প্রভৃতি। তিনি কারিশমা কথাচিত্রের ব্যানারে  ‘রাঙ্গা বাইদানী’ ছবিটি প্রযোজনাও করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম কারিশমা শেখ