মুনির হোসেন আবুল একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি সম্পাদক এনামুল হকের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘জামানা’। এরপর তিনি ‘বুকের ভেতর আগুন’, ‘এখনো অনেক রাত’, ‘মুক্তি চাই’, ‘রাঙা বউ’, ‘লাভ ইন থাইল্যান্ড’, ‘আজ গায়ে হলুদ’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘দোজখ’, ‘জুয়াড়ী’, ‘বৃষ্টিভেজা আকাশ’, ‘হৃদয় আমার নাম’, ‘চাঁদের মত বউ’ প্রভৃতি চলচ্চিত্র সম্পাদনা করেন।
তিনি নিউ লাইফ ভিডিও প্রতিষ্ঠানের কর্ণধার।
তার জন্ম ১৯৬০ সালের ২১ ফেব্রুয়ারি খুলনায়। পরিচালক এ আর রহমান তার ছোট ভাই।