আবদুল করিম

করিম চাচা নামে চলচ্চিত্র জগতে পরিচিত অভিনেতা আবদুল করিম। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হারানো সংসার’ (মুক্তি পায়নি)। অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল ‘জিপসী সর্দার’, ‘মাটির ময়না’, ‘রূপকথার গল্প’, ‘খায়রুন সুন্দরী’, ‘পৃথিবী টাকার গোলাম’, ‘কালা দুনিয়া’, ‘শত্রু শত্রু খেলা’, ‘বিষাক্ত ছোবল’ প্রভৃতি।

করিমের জন্ম ১৯৩০ সালে গাজীপুরের কাপাসিয়া থানার কারা গ্রামে। তিনি ২০০৯ সালের ২২ জুন মৃত্যুবরণ করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আবদুল করিম
মৃত্যু তারিখ জুন ২২, ২০০৯
জন্মস্থান কাপাসিয়া, গাজীপুর

কর্মপরিধি