দিলীপ চক্রবর্তী (Dilip Chakrabarty) একজন মঞ্চ অভিনেতা, পাশাপাশি টেলিভিশন এবং চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মঞ্চের সহকর্মীদের কাছে তিনি একলব্য নামে পরিচিত ছিলেন।
১৯৮৯ সালে বিরসাকাব্য নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চকর্মী হিসেবে দেশ নাটকে যুক্ত হন দিলীপ চক্রবর্তী। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটকের মধ্যে নিত্যুপুরাণ, দর্পণে শরৎশশী, ‘বিরসাকাব্য’ ও অরক্ষিতা অন্যতম। নিত্যপুরাণ নাটকে তার অভিনীত চরিত্র একলব্যের কারণেই তিনি এ নামে জনপ্রিয়তা অর্জন করেন।
মঞ্চের পাশাপাশি বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেন দিলীপ। তিনি মাত্র দুটো চলচ্চিত্রে অভিনয় করেন।
মাত্র ষোল বছর বয়সে মা বেলা চক্রবর্তীকে হারিয়ে বাবা সুধীর চক্রবর্তী এবং বোন শিবানীকে নিয়ে কঠিন জীবন সংগ্রামে অবতীর্ণ হন দিলীপ। সংস্কৃতিমনা ছিলেন বলে ছোটবেলা থেকেই লোকনাটক এবং যাত্রাপালার সাথে যুক্ত ছিলেন।
মঞ্চে অভিনয়ের জন্য ২০০৫ সালে তিনি তনুশ্রী পদক জয় করেন।
২০১২ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে ফার্মগেটস্থ বাসায় মৃত্যুবরণ করেন দিলীপ চক্রবর্তী।