১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবি মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল ‘আশার প্রদীপ’, ‘মিথ্যার মৃত্যু’, ‘বেঈমানের শাস্তি’, ‘অচল পয়সা’, ‘বাংলার কমান্ডো’, ‘প্রেমের সমাধি’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘একটি সংসারের গল্প’, ‘কথা দাও’, ‘মা যখন বিচারক’, ‘ত্যাজ্যপুত্র’, ‘নিষ্পাপ বধূ’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলোনা আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘মরণ নিয়ে খেলা’, ‘কার্তুজ’ প্রভৃতি।
তার জন্ম ১৯৬৪ সালের ১১ মার্চ কলকাতার নাগতলায়। তার আসল নাম রেজাউল করিম। তার বাবা নায়করাজ রাজ্জাক এবং নায়ক সম্রাট তার ছোট ভাই।