মুনিরা ইউসুফ মেমী

মুনিরা ইউসুফ মেমী ২০০০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘লালসালু’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। চলচ্চিত্রে অনিয়মিত মেমীকে ‘লালসালু’র এক দশক পর ‘লাল টিপ’ এবং ২০১৭ সালে ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রে দেখা যায়।

মেমীর প্রিয় অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা, তারানা হালিম, আফজাল হোসেন ও হুমায়ুন ফরীদি।

তার মেয়ে নুরেন দুর্দানা।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মুনিরা ইউসুফ মেমী
ডাকনাম মেমী