এ কে এম সেলিম একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি ‘বাংলার বধূ’, ‘রঙিন সুজন সখি’ ও ‘শান্তি চাই’ ছবিতে প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। তার পরিচালিত চলচ্চিত্র হল ‘ধরিয়ে দিন’। এছাড়া তিনি ‘মায়াবিনী’ ছবির চিত্রনাট্য লিখেছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | এ কে এম সেলিম |