লিমা

‘লড়াই’ ছবির মধ্য দিয়ে ১৯৯২ সালে চলচ্চিত্রে আগমন ঘটে লিমার। মাত্র ৮ বছরের অভিনয়জীবনে ২৫টি সিনেমায় অভিনয় করেন। তার উল্লেখযোগ্য ছবি ‘প্রেমযুদ্ধ’, ‘কন্যাদান’, ‘বাংলার কমান্ডো’, ‘নীল সাগরের তীরে’ প্রভৃতি।

লিমার পারিবারিক নাম শামীমা আলী লিমা। তার জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৯ কুমিল্লার দাউদকান্দিতে। বেড়ে ওঠা ঢাকায়। তিন বোনের মধ্যে লিমা সবার বড়। তার বাবা মোহর আলী একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধের পর ঢাকায় ব্যবসা শুরু করেন। তিনি শিল্পমনস্ক মানুষ। মোহাম্মদপুরে থাকতেই ‘কুট্টি ভাই’ নামে একজনের সঙ্গে মোহর আলীর পরিচয় হয়। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী ছিলেন। তিনিই লিমাকে দেখে বিটিভির অঙ্কুর অনুষ্ঠানে যোগ দিতে বলেন। অঙ্কুরের মধ্যমেই লিমার অভিনয়ের শুরু। তখন লিমার বয়স ৯ বছর। লিমা ক্রমেই অভিনয়, নাচ, গানে ভালো করতে থাকেন। এরপর যুক্ত হন চলচ্চিত্রে। ১৯৯৮ সালের পর চলচ্চিত্র জীবনে ইতি টানেন। অভিনয় ছাড়ার পর লিমা মোহাম্মদপুরে বিউটি পারলারের ব্যবসার সঙ্গে যুক্ত হন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামশামীমা আলী লিমা
ডাকনামলিমা
জন্মস্থানঢাকা।