কাঞ্চি

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা কাঞ্চি।চিত্রনায়িকা কাঞ্চি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দেমাগ’। তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক ইমরান।

কাঞ্চি আলোচনায় এসেছিলেন সালমান শাহের বিপরীতে ‘আনন্দ অশ্রু’ ছবিতে অভিনয় করে। এছাড়া তিনি ‘অজান্তে’, ‘তুমি শুধু তুমি’, ‘শেষ ঠিকানা’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার জন্ম ১৯৭৬ সালে পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরমাটিভাঙ্গা গ্রামে। দুইবোনের মধ‍্যে কাঞ্চি সবার বড়। ব‍্যক্তিজীবনে কাঞ্চি প্রথমে চিত্রনায়ক ইমরানকে বিয়ে করেন। তাদের ডি’ভোর্স হয়ে যায়।পরবর্তীতে কাঞ্চি এক লন্ডন প্রবাসীকে বিয়ে করে লন্ডনে চলে যান। কাঞ্চির বর্তমানে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে।

 

ব্যক্তিগত তথ্যাবলি