সজল খালেদ

সজল খালেদ পেশায় একজন প্রকৌশলী হলেও চলচ্চিত্র নির্মাতা হিসেবে বেশী পরিচিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকদের নিয়ে তিনি একটি ডকিউমেন্টারী নির্মান করেছিলেন, নাম ‘একাত্তরের শব্দসেনা’। ‘কাজলের দিনরাত্রি’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

পর্বতারোহনের প্রতি তীব্র আকর্ষন থেকে তিনি ২০১১ সালে প্রথমবারের মত এভারেস্ট জয়ের উদ্যোগ নেন, কিন্তু সফল হতে পারেন নি। দ্বিতীয়বারের চেষ্টায় এভারেস্ট জয়  করতে সক্ষম হলেও ফেরার পথে মৃত্যুমুখে পতিত হন। এভারেস্ট বিজয়ের আগে তিনি ফ্রে-মাউন্ড (সিকিম-ভারত), সিঙা-চুলি-মাউন্ট (নেপাল) এবং ২০০৬ সালে মুসা ইব্রাহিমের সঙ্গে নেপালের মেরা মাউন্ট জয় করেন। র্বতারোহণ নিয়ে এডমান্ড ভিস্টার্সেলের লেখা বই অনুবাদ করেন সজল খালেদ। বইটির নাম ‘পর্বতের নেশায় অদম্য প্রাণ’, বেঙ্গল ফাউন্ডেশন থেকে বইটি প্রকাশিত হওয়ার কথা ছিল।

ব্যক্তিগত জীবনে সজল খালেদের স্ত্রী শৈলী এবং তাদের একমাত্র সন্তান সুস্মিত হোসেন সূর্য। দুই ভাই দুই বোনের মাঝে সজল সকলের ছোট।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামমোহাম্মদ হোসেন
ডাকনামসজল খালেদ
মৃত্যু তারিখমে ২২, ২০১৩