হারুন কিসিঞ্জার

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ১৯৯১ সালে প্রকাশ হয় তার প্রথম কৌতুক অ্যালবাম ‘হারুন কিসিঞ্জারের কৌতুক’। অডিও ক্যাসেটে কৌতুক পরিবেশন করে সেই সময় প্রথম অ্যালবামেই বাজিমাত করেন তিনি। এরপর একে একে ৪২টি অডিও ক্যাসেট ও ৬০টি সিডি প্রকাশ করেন বলে জানান এ কৌতুক অভিনেতা। এখনো ইউটিউবের জন্য নিয়মিত কাজ করছেন তিনি।

অডিও ক্যাসেট-সিডির বাইরে এ অভিনেতা চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘২০ বছর পর’। এরপর ‘লাট সাহেবের মেয়ে’, ‘ঘর জামাই’, ‘দুই চোর’ ও ‘মহিলা হোস্টেল’সহ ১১০টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘প্রেম প্রীতির বন্ধন’।

তার ভাষ্য, ‘এখন যারা কৌতুক নিয়ে কাজ করে তাদের অনেকেরই কথার মধ্যে রস নেই। কৌতুক শিল্পীর কথার মধ্যে রস থাকতে হয়। তাদের কথার থ্রো এমন হতে হবে যেন সবাই শুনতে চায়। এছাড়া এখন যারা কৌতুক পরিবেশন করে তাদের অনেকেই সস্থা কথা-সংলাপ দিয়ে জনপ্রিয়তা পেতে চায়। মানুষকে হাঁসানো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ। সেই কঠিন কাজটি সস্তা-দুর্বল অশ্লীল সংলাপ দিয়ে হয় না।’

কৃতজ্ঞতা: যায়যায়দিন

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম হারুন কিসিঞ্জার