কাজী আজিজ আহমেদ

১৯৬৪ সালে ‘দুই দিগন্ত’ ছবিতে পরিচালক ওবায়েদ উল হকের সহকারী হিসাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং চিত্র পরিচালক কাজী আজিজ আহমেদ। তিনি ‘উলঝান’, ‘যে আগুনে পুড়ি’, ‘ক খ গ ঘ ঙ’, ‘এরাও মানুষ’, ‘ওরা ১১ জন’, ‘সংগ্রাম’, ‘গুনাই বিবি’, ‘অনন্ত প্রেম’, ‘বাজিমাত’ ইত্যাদি চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখে নন্দিত হয়েছেন। তার লেখা জনপ্রিয় গান হল ‘চোখ যে মনের কথা বলে’, ‘এ আঁধার কখনো যাবে না মুছে’।

তার জন্ম ১৯৩৯ সালে। ২০১৮ সালের ৩০ জানুয়ারি শেরপুরে তার মৃত্যু হয়।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম কাজী আজিজ আহমেদ
ডাকনাম কাজী আজিজ
মৃত্যু তারিখ জানুয়ারি ৩০, ২০১৮

কর্মপরিধি