ওস্তাদ বাহাদুর হোসেন খান

উপমহাদেশের অন্যতম এক সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ওস্তাদ বাহাদুর হোসেন খান (Ustad Bahadur Hossain Khan) উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। তিনি হুমায়ুন কবিরের নদী ও নারী উপন্যাস অবলম্বনে সাদেক খানের পরিচালনায় নদী ও নারী চলচ্চিত্রের অর্কেস্ট্রা পরিচালনা করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ওস্তাদ বাহাদুর হোসেন খান
জন্ম তারিখ জানুয়ারি ১৯, ১৯৩১
মৃত্যু তারিখ অক্টোবর ৩, ১৯৮৯
জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া।
ভাই-বোন ওস্তাদ আবেদ হোসেন খান