বিশ শতকের বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক হুমায়ুন কবির (Humayun Kabir) দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার লেখা ‘নদী ও নারী’ উপন্যাস অবলম্বনে সাদেক খান ১৯৬৫ সালে একই নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন।