কেরামত মাওলা

কেরামত মাওলা মূলত মঞ্চ অভিনেতা, তবে বেতার, চলচ্চিত্র এবং টেলিভিশনেও অভিনয় করেছেন। ১৯৫৯ সালে ঢাকা আর্ট কলেজে ভর্তি হন তিনি। কিন্তু তার আগে থেকেই অভিনয় করছেন। শিল্পাচার্য জয়নুল আবেদীন তার অভিনয় দেখে বলেছিলেন, ‘তুই ভালো অভিনয় করিস’, এই প্রেরণা থেকেই অভিনয় চালিয়ে গিয়েছেন।

অভিনয় জীবনে প্রবেশ সম্পর্কে দৈনিক প্রথম আলোর সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, ১৪ বছর বয়সে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই নাটকের মধ্য দিয়ে শুরু করেছিলাম অভিনয়। এখন যেখানে জোনাকি সিনেমা হল, তখন সেখানে ছিল মাঠ। সেই মাঠে মঞ্চস্থ হয়েছিল প্রযোজনাটি। এরপর স্বাধীনতা-পূর্ববর্তীকালে ড্রামা সার্কেল এবং স্বাধীনতা-পরবর্তীকালে থিয়েটার আরামবাগ, থিয়েটারসহ বিভিন্ন নাট্যদলে কাজ করেছি। মঞ্চ থেকে শুরু করে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই কাজ করেছি আমি।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম কেরামত মাওলা
জন্ম তারিখ নভেম্বর ১৫, ১৯৪২