আতিকুর রহমান মল্লিক একজন চিত্রসম্পাদক। তিনি আলম কোরেশী, আমিনুল ইসলাম মিন্টু, বশীর আহমেদ, এনামুল হক প্রমুখ চিত্রসম্পাদকের সাথে সহকারী হিসেবে কাজ করেন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘সেয়ানা’। তার সম্পাদিত অন্যান্য চলচ্চিত্র হল ‘মেঘের অনেক রং’, ‘মাটির মানুষ’, ‘নদের চাঁদ’, ‘মনিহার’, ‘আশা’, ‘এতিম’, ‘রাজা সাহেব’, ‘পুরস্কার’, ‘রঙিন গুনাই বিবি’, ‘রূপালী সৈকতে’, ‘মানুষ অমানুষ’, ‘তাসের ঘর’, ‘সুখের সংসার’, ‘সুদ আসল’, ‘নয়নের আলো’, ‘নরম গরম’, ‘লালু ভুলু’, ‘সাহেব’, ‘হাসি’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘চাঁদনী’, ‘সুখের ঘর’, ‘হারানো সুর’, ‘দুই জীবন’, ‘গঙ্গা যমুনা’, ‘ভাংচুর’, ‘রাজার ভাই বাদশা’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে ঝড়’, ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘শুভা’, ‘হাছন রাজা’, ‘শাস্তি’, ‘এক খণ্ড জমি’, ‘দরিয়া পাড়ের দৌলতী’ প্রভৃতি।
তার জন্ম ১৯৪৫ সালের ১৯ অক্টোবর ময়মনসিংহ শহরে। তার বড় ভাই বারী স্টুডিও’র কর্ণধার মালিক মজিদ।