তিনা

মডেল অভিনেত্রী তিনা জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের স্ত্রী হিসেবেই বেশী পরিচিত। অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও তিনি নিয়মিত নন, বরং সংসারকর্মেই নিজেকে নিয়োজিত রেখেছেন।

চলচ্চিত্রে তিনার আগমন শিশুকালে। ‘স্বামী কেন আসামী’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনা। এছাড়া অভিনয় করেছেন ‘ব্ল্যাক আউট’ চলচ্চিত্রে। চলচ্চিত্র অভিনেত্রীর ভাণ্ডারে এ দুটো ছবি থাকলেও তিনা মিডিয়ায় আসেন ২০০৪ সালে – বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। তারপর অল্প কিছু বিজ্ঞাপনে কাজ করেন তিনি। ২০০৭ সালে চিত্রনায়ক রিয়াজকে বিয়ের পর মিডিয়া অধ্যায় থেকে ইস্তফা দিয়ে কেবল নাচই করে গেছেন। বর্তমানে নাচের শিক্ষক হিসেবে বাফায় কর্মরত আছেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মুশফিকা তিনা
ডাকনাম তিনা

কর্মপরিধি