শশী

ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী শশী চলচ্চিত্রে অভিষিক্ত হন সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে ছবির মাধ্যমে। এ ছবিতে তিনি মকবুলের তৃতীয় স্ত্রী টুনির ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রে নিয়মিত না হলেও তিনি ছোটপর্দায় নিয়মিত বিরতিতে অভিনয় করছেন।

দশম শ্রেণিতে পড়াকালীন সময়েই লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার শীর্ষ দশে স্থান পান শশী। প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে না পারলেও প্রথম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। খিজির হায়াত খান পরিচালিত অস্তিত্বে আমার দেশ চলচ্চিত্রে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের চরিত্রেও অভিনয় করেন শশী। দুটি চলচ্চিত্র মুক্তি পেলেও শশী অভিনয় করেছেন আরও একাধিক ছবিতে। ২০১১ সালে কাজ শুরু হওয়া শফিকুল ইসলাম ভৈরবীর শোঁয়া চান পাখি’ ছবিটির কাজও প্রায় শেষ করেছেন শশী। এই ছবিতে তার বিপরীতে আছেন মিলন। স্থগিতে হয়ে গেছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘বৃষ্টির দিন’ ছবির কাজ। এই ছবিতে শশীর বিপরীতে ছিলেন অপূর্ব। তার অভিনীত বিভিন্ন নাটকের মধ্যে শাহনেওয়াজ কাকলীর ‘অনেক কার্তিক একটি অগ্রাহয়ণ’ ও ‘গাড়িয়াল ভাই’, লুৎফুন্নাহার মৌসুমীর ‘নেকলেস’ ও ‘শেষ পাতা’, আলভী আহমেদের ‘ঘুরে দাঁড়াবার স্বপ্ন’ ইত্যাদি উল্লেখযোগ্য।

শশীর দাদার বাড়ি সাভারে। কিন্তু বাবা শামসুজ্জোহা বাবলু ও মা হোসনে আরা বেগমের চাকরির সুবাদে শশী ছোটবেলা কেটেছে রংপুরে নানার বাড়িতে। রংপুরের টিচার্স ট্রেনিং কলেজ এলাকায় বাচ্চু বাবলুর বাড়ির কন্যা শশী। শশীর স্কুলজীবন কেটেছে ওখানেই। শশী স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেছেন। এখন এলএলএম করছেন তিনি।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শারমীন জোহা শশী
ডাকনাম শশী

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ নতুন মুখ (নারী) হাজার বছর ধরে
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী হাজার বছর ধরে