মারজান জেনিফা

চিত্রনায়িকা মারজান জেনিফাকে সবাই চেনে ‘মুসাফির’ ছবির নায়িকা হিসেবে। এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রের রূপালী পর্দায় অভিষিক্ত হন মারজান জেনিফা। তবে, মুসাফির তার প্রথম চলচ্চিত্র নয়। এর আগে অনন্য মামুন পরিচালিত রোমান্স ছবিতে তিনি কাজ করেন। ছবিটির কাজ শেষ হয় নি।

মারজান জেনিফা চট্টগ্রামে বড় হয়েছেন। মুসাফির ছবি মুক্তির কিছুদিন পরেই তিনি মুসাফির ছবির প্রযোজক জোবায়ের আলমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মারজান জেনিফা
জন্মস্থান চট্টগ্রাম

কর্মপরিধি