হারিস ভাট

ভারতীয় নৃত্যপরিচালক। প্রতাপ শেঠির সাথে জুটি বেঁধে নৃত্য পরিচালনা করেন বলে তারা প্রতাপ হারিস নামে পরিচিত। সঞ্জয় লীলা বানশালীর দেবদাস আর সাওয়ারিয়ার সহকারী নৃত্যপরিচালক আর ভারতের জনপ্রিয় অনুষ্ঠান নাচ বালিয়ে এর চ্যাম্পিয়ন। এছাড়া বিভিন্ন স্টেইজ আর টিভি লাইভে জনপ্রিয় নৃত্য পরিচালক এই দুজন।

 

ব্যক্তিগত তথ্যাবলি