সোহানা একজন চিত্রনায়িকা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কুসুম কলি’। এরপর তিনি ‘ঘেরাও’, ‘সন্ত্রাস’, ‘সতর্ক শয়তান’, ‘উত্থান-পতন’, ‘আতঙ্ক’, ‘লাট সাহেব’, ‘স্বপ্নের নায়ক’, ‘ঘর দুয়ার’, ‘গরীবের সংসার’, ‘জিদ’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।
সোহানার জন্ম ১৯৭১ সালের ২০ জানুয়ারি খুলনায়। তার পূর্ণ নাম সোহানা আখতার বেবী। তার শিক্ষাগত যোগ্যতা আইএ। তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত।