সাদ সালমি নাওভী

সাদ সালমি নাওভী ২০১৭ সালে বসুন্ধরা টিস্যুর বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন, তাও আবার ইন্ডাস্ট্রির সবচেয়ে নামী বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে। যদিও সহসাই সে সুযোগ পাননি তিনি। একদম প্রথমে এয়ারটেলের বিজ্ঞাপনের জন্য অডিশন দিয়েও দুইবার রিজেক্ট হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি তিনি। তৃতীয়বার সুযোগ পান আদনান আল রাজীবের পরিচালনায়।

মডেলিং, অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভয়েজ আর্টিস্টও। অসংখ্য বিজ্ঞাপনে পাওয়া গেছে তার কণ্ঠ। বার্জার পেইন্টেসের ‘শোবার ঘরটি নীল হোক, আকাশের মতো’, ক্লোজআপ টুথপেস্টের ‘যখনই সুযোগ পাও এগিয়ে যাও কনফিডেন্সের সাথে’ কিংবা বিকাশের ‘পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করো সুপার ফাস্ট’— এই চেনা সংলাপগুলোর পেছনে যে মুখটি ফুটে ওঠে, সে মুখের নাম সাদ নাওভী।

কেবল বিজ্ঞাপন নয়, পর্দায় তার উপস্থিতি আরও বিস্তৃত। ওয়েব সিরিজ ‘কারাগার’-এর তরুণ আলফ্রেড চরিত্রে কিংবা বঙ্গ’র ‘বিএনজি’-এর সামীর, ‘তাণ্ডব’ চলচ্চিত্রে জয়া আহসানের ভাই চরিত্রে, প্রত্যেকটিতেই নাওভী রেখে গেছেন আলাদা ছাপ।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সাদ সালমি নাওভী

কর্মপরিধি