নব্বই দশকের আলোচিত চিত্রনায়িকা সঙ্গীতা সে সময়ের প্রায় সব জনপ্রিয় চিত্রনায়কদের বিপরীতে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
এখন আর চলচ্চিত্রে তাকে দেখা যায় না। সংসার জীবন নিয়ে সুখেই আছেন ইস্কাটনের বাসায়।
সঙ্গীতা অভিনীত চলচ্চিত্রগুলো হল ‘বশিরা’, ‘কুলি’, ‘ডিস্কো ডান্সার’, ‘প্রেম দিওয়ানা’, ‘আঞ্জুমান’, ‘সৈনিক’, ও ‘গরীবের রানী’।
সঙ্গীতা
উল্লেখযোগ্য চলচ্চিত্র
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
- কাল নাগিনীর প্রেম (১৯৯৭) - আঞ্জুমান
- কুলি (১৯৯৭)
- বাঘিনী কন্যা (১৯৯৬)
- স্বজন (১৯৯৬)
- বশিরা (১৯৯৬)
- আঞ্জুমান (১৯৯৫) - হাসি
- ডিসকো ড্যানসার (১৯৯৪)
- প্রেম দিওয়ানা (১৯৯৩) - সঙ্গীতা