শিখা খান মৌ টিভি নাটকের নিয়মিত মুখ। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে।
অষ্টম শ্রেণিতে শিখাকে বিয়ে দেন মা-বাবা। দুই ছেলে, এক মেয়ের মা হন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে মায়ের বাসায় চলে গিয়েছিলেন। মায়ের কাছে সন্তানদের রেখে পড়াশোনা, থিয়েটার ও টিউশন করেন। অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু হয় নাগরিক নাট্যঙ্গন থেকে। পরে কাজ করেছেন টিভিনাটক ও চলচ্চিত্রেও। মৌ অভিনীত চলচ্চিত্রগুলো হল ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘সোলমেড’, ‘লিডার, আমিই বাংলাদেশ’। মুক্তির অপেক্ষায় আছে সিনেমা ‘জমজ ভূতের গল্প’।
