মৌমিতা মৌ

চিত্রনায়িকা মৌমিতার প্রথম বৈশিষ্ট্য তার উচ্চতা। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই নায়িকার অভিষেক ঘটে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে। মানিকগঞ্জের মেয়ে মৌমিতার ছোটবেলা থেকেই নাচের প্রতি দুর্বলতা ছিল। কারও কাছে নাচ না শিখলেও ভালো নাচতে জানতেন তিনি। ২০১৩ সালে ঢাকায় এসে একটি নাচের ক্লাসে ভর্তি হন মৌ। প্রথম দিনের ক্লাসে নির্মাতা কালাম কায়সার তার নাচ দেখে মুগ্ধ হন। নির্মাতা কালাম কায়সার সে দিনই মৌকে সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের  প্রস্তাব দেন। প্রথম দিকে মৌমিতার বাবা-মা’র আপত্তি ছিল, নির্মাতা কালাম কায়সার নিজেই মৌমিতার বাবা-মা’র সাথে কথা বলেন, কিন্তু খুব বেশী উপকার হয় না। অনেকটা বাবা-মা’র অমতেই মৌ ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। সিনেমাটি মুক্তির পরই চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। পরবর্তীতে মৌমিতা রাজু চৌধুরীর তুই শুধু আমার ছবিতে কাজ করেন এবং একের পর এক ছবিতে কাজ করতে থাকেন।

মৌমিতা শৈশব কেটেছে মানিকগঞ্জে। মোশারফ হোসেন ও মনোয়ারা দম্পতির কনিষ্ঠ সন্তান মৌ। তিনি সরকারি ইডেন কলেজ থেকে ইতিহাস বিভাগে স্নাতক সম্পন্ন করার পর এখন মাস্টার্স করছেন।

 

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম তাহমিনা ইশরাত মৌসুমী
ডাকনাম মৌমিতা
জন্মস্থান সাটুরিয়া, মানিকগঞ্জ।
উচ্চতা ৫’৬’’