মেজবাউর রহমান সুমন

মেজবাউর রহমান সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক শেষ করেন। সিনেমা বানানোর জন্য তিনি ছেড়ে দেন অ্যাকাডেমিক ক্যারিয়ার। ২০১২ সালে নাটক থেকে বিরতি নিয়ে একটানা বিজ্ঞাপন বানানোর কাজ করেছেন মেজবাউর রহমান সুমন। তার নির্মিত প্রায় সবগুলো বিজ্ঞাপনই দর্শকদের মন কেড়ে নিয়েছিলো। বিশেষ করে সেনাবাহিনীর ওপর বিজ্ঞাপনচিত্রটি বেশ সাড়া ফেলেছিলো। এমনকি ‘অসম্ভব কে সম্ভব করাই, অনন্ত জলিলের কাজ’ এ জনপ্রিয় বিজ্ঞাপনটির নির্মাতাও তিনি।

টিভি ফিকশন, বিজ্ঞাপন নিয়মিত বানালেও সিনেমার বানানোর চেষ্টা করে যাচ্ছিলেন সুমন। বেশ কয়েকবার ব্যার্থও হয়েছেন। তারপর ২০১৭ সালে স্ক্রিপ্ট লেখার পর, ২০১৯ সালে আর্টিস্টদের নিয়ে হাওয়া ছবির শুটিং করতে ছুটে যান সমুদ্রে। মুক্তির পরই বাজিমাৎ। অনন্য নির্মাণ শৈলী, চমৎকার অভিনয় আর ভিন্ন ধারার গল্পের কারণে প্রশংসায় ভাসে ‘হাওয়া’ ছবিটি।

 

ব্যক্তিগত তথ্যাবলি

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পরিচালক (সমালোচক) হাওয়া