মারিয়া আফরিন তুষার

মারিয়া আফরিন তুষার ‘গ্রাস’ ছবির পরিচালক, লেখক ও গীতিকার।

মারিয়ার জন্ম বরগুনার পাথরঘাটা উপজেলায়। বাবা আলহাজ্ব মজিবুল হক, মা তানজিলা পারভিন। দুই বোনের মধ্যে তিনি বড়। মায়ের চাকরির সুবাদে শৈশব কেটেছে রাজশাহীতে। ছোটবেলা থেকেই মারিয়া বিভিন্ন কাজে মেধার স্বাক্ষর রেখেছেন। ছাত্রানং অধ্যয়নং তপঃ- কথাটি মেনে চলার চেষ্টা করতেন। যে কারণে পড়াশোনাতেই ছিল সব মনোযোগ। ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তি পেয়ে সে কথার প্রমাণ রেখেছেন। মাধ্যমিক শেষে ভর্তি হয়েছিলেন রাজশাহী মহিলা কলেজে। মায়ের আগ্রহ ছিল গানে। ফলে রাজশাহী শিল্পকলায় নিয়মিত গান শিখতে যেতেন। গানের প্রেমে পড়ে প্রথম দিকে বেশ কিছু গানও লিখেছিলেন তিনি। কলেজের পাট চুকিয়ে ২০১১ সালে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেন। শুরু হয় পেশাজীবন। ২০১৩ সালে রিহ্যাবের বিজ্ঞাপন ও ইউনিসেফ-এর ডকুমেন্টারি তৈরির দায়িত্ব পান। কাজ দুটো তাকে পরিচিতি পাইয়ে দিতে সাহায্য করে। তিনি প্রশংসিত হন। এখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে বড় পর্দার নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন।

আইন মারিয়াকে কোনোভাবেই টানতো না। নির্মাতা হওয়ার স্বপ্ন থেকেই আইন পড়া বাদ দিয়ে একই বিশ্ববিদ্যালয়ে নতুন করে শুরু করলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়াশোনা। ২০১৫ সালের ১৬ ডিসেম্বর তিনি সে বছর ‘বিজয় চলচ্চিত্র উৎসব-১৫’ এর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার পুরস্কার জিতে নেন।

শুধু নির্মাণে নয়, কবিতা লেখাতেও দক্ষ মারিয়া তুষার। ২০১৬ সালে একুশে গ্রন্থমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ ‘১০১ চিরকুট’ এবং ২০১৭ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অদৃশ্য অসুখ’।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামমারিয়া আফরিন তুষার
ডাকনামমারিয়া
জন্মস্থানপাথরঘাটা, বরগুনা

কর্মপরিধি