ফারাহ রুমা

ফারাহ রুমা টেলিভিশনে কাজ করছেন সেই ছোটবেলা থেকে। তার শুরুটা হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে। কিন্তু তিনি আলোচনায় আসেন ১৯৯৭ সালের লাক্স ফটো সুন্দরী হওয়ার পর। ফটো সুন্দরী নির্বাচিত হওয়ার পর কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে খ্যাতি অর্জন করেন। তার প্রথম বিজ্ঞাপনের নির্মাতা ছিলেন আফজাল হোসেন। মাঝে দীর্ঘদিন রুমা মিডিয়া থেকে দূরে ছিলেন। সেই সময় তিনি বিবি রাসেলের সঙ্গে র‌্যাম্পে মডেল হিসেবে কাজ করেছেন। ২০০৪ সাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করেন। ধীরে ধীরে তিনি বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিছবি, উপস্থাপনাসহ মিডিয়ার সব ক্ষেত্রেই পারদর্শিতা দেখাতে শুরু করেন। খুব অল্প সময়ের ব্যবধানেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রুমার প্রথম নাটকটিও পরিচালনা করেছেন আফজাল হোসেন। আনিসুল হকের রচনায় এর নাম ছিল ‘সাঁকো’। কাজের ব্যাপারে সব সময় আন্তরিক রুমা। ভালো কাজের ব্যাপারে কখনও ছাড় দেননি। যখন যেটা করেছেন, সেটা শতভাগ মনোযোগ দিয়েই করেছেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ফারাহ রুমা
জন্মস্থান ঢাকা।