প্রমা পাবণী

প্রমা পাবণীকে সকলে চিনেন একুশে টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বন্ধন’ এর ‘তিতির’ হিসেবে। পরবর্তীতে অবশ্য ডলস হাউস, সাত চার দুই, ভো-কাট্টাসহ আরও বেশ কিছু নাটকে প্রমা অভিনয় করে।

প্রমার মা শামীম আখতার বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র সংসদ আন্দোলন কর্মী। ইতিহাসকন্যা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে শিলালিপি নামক চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম প্রমা উর্বি পাবণী
ডাকনাম প্রমা পাবণী
জন্ম তারিখ মে ২৫, ১৯৮৮
মাতা শামীম আখতার

কর্মপরিধি