নজরুল ইসলাম

নজরুল ইসলাম একজন চিত্রগ্রাহক ও সাংবাদিক। তিনি পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে আসেন। পরবর্তীতে স্থির চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘পরিচয়’। এরপর তিনি ‘যন্তর মন্তর’, ‘মহানগর’, ‘মাটির ঘর’, ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘জনতা এক্সপ্রেস’, ‘লাল কাজল’, ‘লালু মাস্তান’, ‘পিতা মাতা সন্তান’, ‘গরীবের বউ’, ‘অমর প্রেম’, ‘অন্ধ বিশ্বাস’ ছবিতে কাজ করেন।

তার জন্ম ১৯৪৮ সালের ৩ নভেম্বর বগুড়া জেলার শান্তাহারে। তার ছোট ভাই আইয়ুব আকন্দ একজন স্থির চিত্রগ্রাহক। তার শিক্ষাগত যোগ্যতা বিএ। তিনি আলোকচিত্র সাংবাদিক হিসেবে দৈনিক খবর, দৈনিক মুক্তকণ্ঠ, পাক্ষিক শৈলী, আনন্দভুবন, সাপ্তাহিক ছায়াছন্দ ও চিত্রবাংলায় কাজ করেছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নজরুল ইসলাম
জন্ম তারিখ নভেম্বর ৩, ১৯৪৮
জন্মস্থান শান্তাহার, বগুড়া