তারিক স্বপন

তারিক স্বপন টিভি নাটকের পরিচিত মুখ হলেও বেশকিছু বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘পাওয়ার’, ‘আলীবাবা’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘মুখোশ’ উল্লেখযোগ্য।

তারিক সিরাজগঞ্জ থেকে অনার্স শেষ করে ১৯৯৮ সালে ঢাকায় আসেন। এরপর ২০০১ সাল পর্যন্ত শহীদুল ইসলাম সাচ্চুর থিয়েটার সেন্টারে কাজ করেন। ২০০২ সালে যোগ দেন নাট্যকেন্দ্রে। নাট্যকেন্দ্রের হয়ে বেশ কিছু নাটকে দাপটের সঙ্গে টানা কয়েক বছর অভিনয় করছেন। নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বিচ্ছু’, ‘আরজ আলী মাতব্বর’ ও ‘প্রতিসরণ’।

তিনি ২০০১ সালে ‘জোৎস্নার কালো ছায়া’ নাটকে প্রথম অভিনয় করেন। কিন্তু তার প্রচারিত টিভিতে প্রথম নাটক ছিল ‘অজানা অজান্তে’। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনি’। এরপর ‘রেড সিগন্যাল’, ‘বাঘা শের’সহ প্রায় ৪০-৫০টির মতো ধারাবাহিক এবং পঞ্চাশেরও বেশি খণ্ড নাটকে অভিনয় করেন।

তারিক স্বপনের বাবা ফরিদুল আলম তালুকদারকে ছোটবেলাই হারিয়েছেন তিনি। মা আফরোজা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত থেকে ২০২৩ সালের ১৯ আগস্ট ইন্তেকাল করেন। তারা পাঁচ ভাই। তার স্ত্রী রুমি খাতুন ও ছেলে সন্তান রুদ্র।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম তারিক স্বপন