গৌরব

গৌরব একজন সুরকার, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক। আধুনিক ইন্সট্রুমেন্টের মিউজিকের সাথে বাউল ঘরানার গানের জন্য তিনি সুপরিচিত। ওয়াহিদ তারেক পরিচালিত আলগা নোঙর ছবির সঙ্গীত পরিচালনার মাধ্যমে তিনি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

গৌরবের গানের গৌরবীয় শুরুটা ২০০৬ সালে নিজের হাতে গড়া ব্যান্ড ‘আজব’-এর সেলফ টাইটেল অ্যালবামটি দিয়ে। প্রথম অ্যালবামের জন্য ছিল তাঁর দীর্ঘ প্রস্তুতি। ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক থাকলেও ১৯৯৯-২০০০ সালে চূড়ান্তভাবে কাজ করার কথা ভাবেন গৌরব। তবে কারো কাছ থেকে শুরুতে ওভাবে গান শেখা হয়ে ওঠেনি। গানটাকে নিজের ভেতর ধারণ করার জন্য দেশের বিভিন্ন জায়গায় বাউলদের কাছে ছুটেছেন, দিনের পর দিন তাঁদের সঙ্গে মিশেছি। গানের কলাকৌশল শিখতে সাত-আট বছর লেগেছে। ২০০৮ সালে মিউজিক প্রোডাকশন অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করার উদ্দেশ্যে পাড়ি জমান লন্ডনে।

২০১৩ সালে দেশে ফেরার আগেই ২০০৯ সালে গৌরব প্রকাশ করেন নিজের একক অ্যালবাম ‘পার করো’। এই অ্যালবামের গানগুলোর কাজ দেশে ও বিদেশে বসেই করেছেন শিল্পী। ২০০৯ ও ২০১০ সালে শিল্পী জয়ী রহমানের ‘হয়্যার রিভারস মিট’ ও ‘লক্ষীটেরা’র সঙ্গে দুটি প্রজেক্টেও কাজ করেন।

দেশে ফিরে বেঙ্গল মিউজিকের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন গৌরব। সেখানেও লেগে থাকে মিউজিক। সাত বছর বিরতি দিয়ে বেঙ্গল মিউজিক থেকে প্রকাশ করেন আজব ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘হাজার ভূতের রাজার দয়া’। ১০টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের কাজ শুরু করেছিলেন ২০১১ সালে। দীর্ঘ সময় ধরে তাঁরা গানের কথা, সুর ও সংগীতায়োজন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। অ্যালবামে ‘আজব’ ব্যান্ডের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দেন আনুশেহ আনাদিল, পবন দাস বাউল ও স্যাম মিলস।  গানগুলোতে বিদেশি যন্ত্র-গিটার, বেজ ও ড্রামের সঙ্গে ব্যবহার করা হয় দেশি বাদ্যযন্ত্র দোতারা, ঢোল ও খমক। গান নিয়ে অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ে পড়ে থাকা গৌরব ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের প্রথম গান ‘মনের ওজন’ও গেয়েছিলেন।

‘শিকড়’ নামে নতুন একটি গানের দলও গড়েছেন গৌরব। ২০১৫ সালের জুলাইয়ের শুরুর দিকে তারা ইংল্যান্ডে গান গেয়ে নিজেদের কথা জানান দিয়েছে। ‘সোল অব বেঙ্গল’ নামে শিকড় ব্যান্ডের একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে। এ ছাড়া ওমাড নামের বিশ্বসেরা ফোক ফেস্টে গান করেছেন গৌরব, যেখানে প্রায় ১০০টি দেশ অংশগ্রহণ করেছিল। তার আগে চলতি বছরের জুনের শুরুতে লন্ডনে সংলাইনস সাময়িকীর ‘এনকাউন্টার ফেস্টিভালে’ও গান পরিবেশন করেন গৌরব। ‘সংলাইনস’ পৃথিবীর সবচেয়ে আলোচিত ফোক ম্যাগাজিন। সেই ম্যাগাজিনে বিশাল কাভারেজও দেওয়া হয় গৌরবকে।

সূত্র: কালের কন্ঠ

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামলাবিক কামাল গৌরব
ডাকনামগৌরব