ছোটপর্দার নন্দিত অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা।
ছন্দার পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। তবে তিনি ঢাকাতেই বড় হয়েছেন। তিনি কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থায় তিনি মঞ্চে অভিনয় করেছেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি ‘বর্ণচোর’, ‘ম্যাকবেথ’, ‘ইডিপস’, ‘ডলহাউস’সহ বেশ কটি দর্শকনন্দিত মঞ্চ নাটকে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে ‘এভাবেই গল্প শুরু’ শিরোনামের নাটকের মধ্যে দিয়ে তার টিভি পর্দায় অভিষেক ঘটে। নাটকটি পরিচালনা করেছিলেন তার স্বামী সতীর্থ রহমান। এরপর তিনি ‘কাজল কালো দিন’, ‘একজন আয়না লস্কর’, ‘মা’, ‘স্ত্রীর পত্র’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেন।
ছন্দা ২০০১ সালে নির্মাতা-অভিনেতা সতীর্থ রহমান রুবেলকে ভালোবেসে বিয়ে করেন। তাদের দুই যমজ কন্যা রোদেলা টুপুর ও মেঘলা টাপুর।