খোশনূর আলমগীর

খোশনূর আলমগীর একজন গীতিকার। তিনি অভিনেতা আলমগীরের ১ম স্ত্রী ও সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের মা।

তার জন্ম ১৯৫৬ সালের ২রা ডিসেম্বর। তার পারিবারিক নাম খোশনূর বেগম এবং ডাকনাম অনু। তার মা জোবেদা খাতুন ছিলেন সাহিত্যিক। ” খোশনূর আলমগীর ” নামেই পরে পরিচিত হোন কবিতা, গান ও উপন্যাস লেখার মাধ্যমে। এই পর্যন্ত উনার কবিতা, উপন্যাস, গল্প মিলিয়ে ৫৫ টি বই প্রকাশ পেয়েছে। বাংলা চলচ্চিত্র, আধুনিক ও ব্যান্ডের গান মিলিয়ে প্রায় ৫ শতাধিক গান লিখেছেন। তপন চৌধুরীর ১ম একক এলবামের ১ম গান ( মনে করো তুমি আমি) তাঁরই লেখা যা খুব জনপ্রিয়তা পায়। আশিকুজ্জামান টুলু ভাইয়ের বহুল জনপ্রিয় ” রেশমি জোছনায় ” গানটিও তাঁর লেখা। তাঁর লেখা ” এ দুটি ছোট্ট হাতে ” গানটি গেয়ে এন্ড্রো কিশোর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী ( পুরুষ) শাখায় পুরস্কার অর্জন করেন। সামিনা চৌধুরী, সুমনা হক, জুয়েল, শম্পা রেজা, শাকিলা জাফর, শুভ্র দেব, বেবী নাজনীন সহ জনপ্রিয় অনেক শিল্পীর কন্ঠে তাঁর লেখা অনেক গান আছে। মালেক আফসারি পরিচালিত ” ক্ষতিপূরণ ” সিনেমার সবগুলো গান তাঁরই লেখা। ১৯৯২ সালে মালেক আফসারি পরিচালিত ” ক্ষমা” সিনেমার প্রযোজকও তিনি। ৮০র দশকের মাঝামাঝি সময়ে সারাদেশ জুড়ে কবি সাহিত্যিকদের নিয়ে গড়ে উঠা ” অনুপ্রাস” সংগঠনের প্রতিষ্ঠাতাও তিনি যার অনু নামটার সাথে মিল রেখেই সংগঠনের নাম “অনুপ্রাস” রাখা হয়।

ছবি ও তথ্য কৃতজ্ঞতা: ফজলে এলাহী

 

ব্যক্তিগত তথ্যাবলি