খোশনূর আলমগীর

খোশনূর আলমগীর একজন গীতিকার। তিনি অভিনেতা আলমগীরের প্রথম স্ত্রী ও সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের মা।

তার জন্ম ১৯৫৬ সালের ২রা ডিসেম্বর। তার পারিবারিক নাম খোশনূর বেগম এবং ডাকনাম অনু। তার মা জোবেদা খাতুন ছিলেন সাহিত্যিক। খোশনূর আলমগীর নামেই পরে পরিচিত হন কবিতা, গান ও উপন্যাস লেখার মাধ্যমে। এই পর্যন্ত উনার কবিতা, উপন্যাস, গল্প মিলিয়ে ৫৫ টি বই প্রকাশ পেয়েছে। বাংলা চলচ্চিত্র, আধুনিক ও ব্যান্ডের গান মিলিয়ে প্রায় ৫ শতাধিক গান লিখেছেন। তপন চৌধুরীর ১ম একক এলবামের ১ম গান ‘মনে করো তুমি আমি’ তাঁরই লেখা যা খুব জনপ্রিয়তা পায়। বহুল জনপ্রিয় ‘রেশমি জোছনায়’ গানটিও তাঁর লেখা। ১৯৯২ সালে ‘ক্ষমা’ চলচ্চিত্রের প্রযোজকও তিনি। ৮০র দশকের মাঝামাঝি সময়ে সারাদেশ জুড়ে কবি সাহিত্যিকদের নিয়ে গড়ে উঠা ‘অনুপ্রাস’ সংগঠনের প্রতিষ্ঠাতাও তিনি যার অনু নামটার সাথে মিল রেখেই সংগঠনের নাম ‘অনুপ্রাস’ রাখা হয়।

ছবি ও তথ্য কৃতজ্ঞতা: ফজলে এলাহী

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামখোশনূর আলমগীর
ডাকনামঅনু
জন্ম তারিখডিসেম্বর ২, ১৯৫৬