এ এইচ পিন্টু

এ এইচ পিন্টু একজন চিত্রগ্রাহক। তিনি জেড এইচ মিন্টুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি মিন্টুর প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে ‘প্রেম প্রীতি‘, ‘গোলাপী এখন ঢাকায়‘ চলচ্চিত্রে কাজ করেছেন। এরপর পূর্ণ চিত্রগ্রাহক হিসেবে ‘আত্মসাত’, ‘বিদ্রোহী প্রেমিক’ ও ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম এ এইচ পিন্টু