এম এ মালেক

এম এ মালেক একজন চলচ্চিত্র পরিচালক, লেখক ও গীতিকার। তিনি পরিচালক নিয়াজ ইকবালের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘পরদেশী’। এরপর তিনি ‘শাহী চোর’, ‘জোশ’, ‘হাসান তারেক’, ‘লায়লা আমার লায়লা’, ‘আজাদ’, ‘আন’, ‘দুর্নীতিবাজ’, ‘সন্ত্রাসী রাজা’, ‘হারামখোর’ ও ‘চক্রান্তের শিকার’ ছবি পরিচালনা করেছেন।

তার জন্ম ১৯৪৮ সালের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহে। তিনি ঢাকা কলেজ থেকে বিএ (অনার্স) সম্পন্ন করেছেন। নৃত্য পরিচালক মাসুম বাবুল তার ভাই।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম এম এ মালেক
জন্ম তারিখ সেপ্টেম্বর ৩, ১৯৪৮
জন্মস্থান ময়মনসিংহ
ভাই-বোন মাসুম বাবুল

অন্যান্য ব্যক্তি