একা

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা একা ‘রঙিন রাখাল রাজা’ ছবির মাধ্যমে ঢালিউডে আগমন করেন। এতে তিনি আয়েশা আরবী নামে অভিনয় করেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেজি’ ছবিতে তিনি একা নামে আত্মপ্রকাশ করেন। ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। একা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’।

দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একা বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনও আছি।’

একার জন্ম ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি ময়মনসিংহে। তার আসল নাম শাহিদা আরবী সিমন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাহিদা আরবী সিমন
ডাকনাম একা
জন্ম তারিখ জানুয়ারি ২৩, ১৯৭৯
জন্মস্থান ময়মনসিংহ