আসিফ চৌধুরী একজন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও শিল্প নির্দেশক। তার পুরো নাম আসিফুর রহমান চৌধুরী। তার জন্ম কুমিল্লা শহরে।
আসিফ ২০১০ সালে বিজ্ঞাপনচিত্রে সহকারী শিল্প নির্দেশক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশের হাতিয়ার নিঝুম দ্বীপে অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল (ব্রোঞ্জ) পুরস্কার পান। পরের বছর ২০১৫ সালে ‘অ্যা জ্যাকেট’ চলচ্চিত্রের জন্য তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে চলচ্চিত্র উৎসব পুরস্কার সনদ পান। ২০১৫ সালে আসিফ টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি শিল্প নির্দেশক হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে কাজ করেন।
আসিফ ২০১৭ সালে প্রযোজনা প্রতিষ্ঠান মেকারবক্স ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং স্বাধীন চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ শুরু করেন। তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ বঙ্গতে মুক্তি পায়।
তিনি ২০১৭ সালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে স্নাতক সম্পন্ন করেন। পরে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পাঠশালা – সাউথ এশিয়া মিডিয়া ইনস্টিটিউটে ফিল্মমেকিং অ্যান্ড টেলিভিশন স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রির জন্য ভর্তি হন।
