আবু হেনা বাবলু একজন চিত্রগ্রাহক। তিনি সিরাজুল ইসলাম ও রেজা লতিফের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন। পূর্ণ চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘গড়মিল’। এরপর তিনি ‘অশিক্ষিত’, ‘অগ্নিশিখা’, ‘অনুভব’, ‘মাটির মানুষ’, ‘ধর্ম আমার মা’, ‘ঘরনী’, ‘লোভ-লালসা’, ‘প্রতিহিংসা’, ‘অন্যায়’, ‘অশান্তি’, ‘গাংচিল’,’লালু মাস্তান’, ‘পিতা মাতা সন্তান’, ‘ভাংচুর’, ‘চিটার নাম্বার ওয়ান’, ‘সত্য মিথ্যা’, ‘জীবন দিয়ে ভালোবাসি’, ‘কথা দাও’, ‘রাজার ভাই বাদশা’ প্রভৃতি ছবির চিত্রগ্রহণ করেছেন। ‘পিতা মাতা সন্তান’ ছবির চিত্রগ্রহণের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশ চিত্রগ্রাহক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তার জন্ম ১৯৪৮ সালে পাবনা শহরে। শব্দগ্রাহক এমএ বাসেত তার চাচা এবং পরিচালক এ জে মিন্টু তার ফুফাতো ভাই।