আফগানী

আফগানী কৌতুকাভিনেতা হিসেবে সুপরিচিত। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘টারজান অব বেঙ্গল’। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল ‘সেলিম জাভেদ’, ‘রাজমহল’, ‘বাহাদুর’, ‘বুলবুল এ বাগদান’, ‘শীষনাগ’, ‘আল হেলাল’, ‘রাজনন্দিনী’, ‘মোকাবেলা’, ‘ফুলের মালা’, ‘রকি’, ‘আমিই ওস্তাদ’, ‘নিয়ত’, ‘নিয়তির খেলা’ প্রভৃতি।

তার আসল নাম তাহমিনুল ইসলাম। তার জন্ম ১৯৫৪ সালের ২ ডিসেম্বর পাকিস্তানের করাচিতে। তিনি ২০০৯ সালের ৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম তাহমিনুল ইসলাম
জন্ম তারিখ ডিসেম্বর ২, ১৯৫৪
মৃত্যু তারিখ এপ্রিল ৫, ২০০৯
জন্মস্থান করাচি, পাকিস্তান

কর্মপরিধি