অশোক ঘোষ একজন প্রযোজক ও পরিচালক। জহির রায়হানের অনুপ্রেরণায় তিনি চলচ্চিত্রে আসেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নাচের পুতুল’। এরপর তিনি ‘প্রিয়তমা’, ‘মাস্তান’, ‘মতিমহল’, ‘তুফান’, ‘বাদল’, ‘নবাবজাদী’, ‘টক্কর’, ‘হিম্মতওয়ালী’, ‘নিশানা’, ‘নওজোয়ান’, ‘আমার সংসার’, ‘জুলি’, ‘শাদী মোবারক’, ‘কালু গুন্ডা’, ‘বাঘা আকবর’ প্রভৃতি ছবি নির্মাণ করেন।
তার জন্ম ঢাকায়। সঙ্গীত পরিচালক রবীন ঘোষ তার ভাই এবং অভিনেত্রী শবনম তার ভাইয়ের স্ত্রী। তিনি ২০০২ সালের ১০ ডিসেম্বর ইহলোক ত্যাগ করেন। ব্যক্তি জীবনে তিনি চিরকুমার ছিলেন।