হৈমন্তী শুক্লা

‘ও গো বৃষ্টি আমার’, ‘আমার বলার কিছু ছিল না’, ‘ও গো স্বপ্ন তুমি চলে যেও না’ – এসব কালজয়ী গানের কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা। উপমহাদেশের আধুনিক বাংলা গানের কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লা। তিনি বাংলা, হিন্দি, মারাঠিসহ বেশ কয়েকটি ভাষায় গান পরিবেশন করে শ্রোতা দর্শক হৃদয়ে সমাদৃত হয়েছেন।

হৈমন্তীর ১৯৪৯ সালের ২রা ডিসেম্বর উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে সুবিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত হরিহর শুক্লা ও মাতা শ্রীমতি সমত্ত শুক্লা। তার পরিবার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের অনুসারী হওয়ায় শাস্ত্রীয় সঙ্গীতে তার হাতেখড়ি হয়। মাত্র তিন বছর বয়সে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছিলেন। ১৯৭২ সালে তার প্রথম রেকর্ড করা গানটি ছিল ‘এতো কান্না নয় আমার’। এরপর অসংখ্য চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি