সেলিনা আজাদ

সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ সুরকার ও সঙ্গীত পরিচালক আজাদ রহমানের স্ত্রী। তিনি আজাদ রহমানের সুরে ‘মাসুদ রানা’ ও ‘দস্যু বনহুর’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ‘মাসুদ রানা’ ছবির ‘মনেরও রঙে রাঙাব’ তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান।

ছোট‌বেলায় বাবা-মার অনু‌প্রেরণায় সঙ্গীতে হাতেখড়ি হয় তার। তিনি উস্তাদ পি সি জ্ঞোমেজ, উস্তাদ ফুল মোহাম্মদ, সোহরাব হোসেন, শ্রী সু‌ধীন দাসের নিকট থেকে গানের তালিম নেন। তি‌নি বাংলাদেশ বেতার ও টি‌ভির তা‌লিকাভুক্ত একজন শিল্পী। তিনি শিশু‌শিল্পী হিসেবে বিটিভিতে গান গাওয়া শুরু করেছিলেন।

সেলিনা আজাদ সংস্কৃ‌তি কেন্দ্রের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার তিন কন্যা রয়েছে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

স্বামী/স্ত্রীআজাদ রহমান

অন্যান্য ব্যক্তি