মোস্তাফিজুর নূর ইমরান

২০০৯ এ এনটিভির সুপার হিরো সুপার হিরোইন রিয়্যালেটি শো দিয়ে তিনি মিডিয়াতে যাত্রা শুরু করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। ’ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রে যে ১১টি গল্প ছিল সেই গল্পগুলোর মধ্যে ‘এক্সট্রা’ খণ্ডে এক্সট্রা হয়ে মন মাতিয়েছেন। ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

২০২৪ সালের জানুয়ারি মাসে অভিনেত্রী নাজিয়া হক অর্ষাকে বিয়ে করেন ইমরান। চরকি ফ্লিক ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য ‘সাহস’সহ বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন অর্ষা ও ইমরান।

ইমরান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে স্নাতক এবং অভিনয়ে স্নাতকোত্তর করেছেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মোস্তাফিজুর নূর ইমরান
ডাকনাম ইমরান
স্বামী/স্ত্রী নাজিয়া হক অর্ষা

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
মনোনীত শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) জাহান