মাহমুদা খাতুন

পঞ্চাশদশকে এদেশের নাটকে, যে কয়েকজন মুসলমান অভিনেত্রীর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতমা ছিলেন মাহমুদা খাতুন। তিনি সর্বপ্রথম বেতারে নাট্যাঅভিনেত্রী হিসেবে অভিনয় জীবন শুরু করেন।

মাহমুদা খাতুনের জন্ম ১৯৩২ সালে। তিনি ঢাকায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- নোলক, চন্দ্রনাথ, দিন যায় কথা থাকে, নতুন বউ, সময় কথা বলে, খোকন সোনা, ডানপিটে ছেলে, নয়নের আলো, দায়ী কে, আয়না বিবির পালা, অশান্তি, রাধাকৃষ্ণ, রাজা মিস্ত্রী, প্রভৃতি।

তিনি বেতার ও চলচ্চিত্রের পাশাপাশি
বাংলাদেশ টেলিভিশনের নাটকেও অভিনয় করেছেন এবং একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন। তিনি আনোয়ারা, করিমন-সমিরন, যেখানে দেখিবে ছাই, হঠাৎ একদিন, বহুব্রীহি’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

তিনি ২০০০ সালের ১২ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামমাহমুদা খাতুন
মৃত্যু তারিখনভেম্বর ১২, ২০০০
জন্মস্থানঢাকা

কর্মপরিধি