আমিন আজাদ

১৯৯৩-৯৪ সালে বিটিভিতে প্রচারিত ‘ইতিকথা’ নাটকের আলোচিত দুটি চরিত্র ছিল ‘জামাল কামাল’। জামাল চরিত্রে অভিনয় করেছিলেন তুষার খান এবং কামাল চরিত্রে অভিনয় করেছিলেন আমিন আজাদ। এই নাটকের পর তারা দুজনই অসংখ্য নাটকে অভিনয় করেছেন। কিন্তু দর্শক দুজনকে আজো ‘জামাল কামাল’ নামেই সহজে চিনেন। ‘জামাল কামাল’ এর কামাল চরিত্রের রূপদানকারী আমিন আজাদ দীর্ঘদিন ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন।

অভিনেতা আমিন আজাদ মূলত একজন মঞ্চ অভিনেতা। বিগত প্রায় ২৮ বছর যাবৎ তিনি আরণ্যক নাট্য সম্প্রদায়ের সঙ্গে জড়িত। মঞ্চে তিনি এই দলের হয়ে বারোটিরও অধিক নাটকে অভিনয় করেছেন। নানা সময়ে বিভিন্ন তথ্যচিত্র কিংবা বিজ্ঞাপন নির্মাণ করেছেন। ২০১৩ সালে তিনি একসঙ্গে দুটি নাটক নির্মাণ করেন। একটি ‘নেপথ্যের নিবেদন’ ও অন্যটি ‘জামাই দাওয়াত’।

 

ব্যক্তিগত তথ্যাবলি