এলাকার চেয়ারম্যান অমিত হাসান

image_1250_350310বিভিন্নমুখী চরিত্রে অভিনয়ের পর এবার এলাকার চেয়ারম্যান চরিত্রে অভিনয় করলেন অমিত হাসান। মনতাজুর রহমান আকবরের নতুন ছবি ‘তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ ছবির শ্যুটিং চলছে পুবাইলের বিভিন্ন লোকেশনে, তাই নিয়ে ব্যস্ত অমিত হাসান। চেয়ারম্যানের গেটাপে পরিবর্তনের ছোঁয়া আছে, এবং তার অভিনীত চরিত্রটি একটু নেতিবাচক  বলে জানিয়েছেন তিনি। ছবিটির সংগীতায়োজন করেছেন ইমন সাহা, ঝংকার ও আহমেদ হুমায়ূন।

সূত্র: দৈনিক কালের কন্ঠ

ফুল ফুটছে

image_42115প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ তার চলচ্চিত্র ‘কাগজের ফুল’ ছবির আউটডোর লোকেশন দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছিলেন। তারেক মাসুদের মৃত্যুতে চলচ্চিত্রটির নির্মান বন্ধ হয়ে যাওয়ার আশংকা দূর করে সরকারী অনুদান দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অনুদানের অর্থে তারেক মাসুদের স্ত্রী চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ ছবিটি নির্মান করবেন। তথ্য মন্ত্রনালয় নগদ এবং এফডিসি-র সুযোগ সুবিধাসহ প্রায় ৩৫ লাখ টাকা অনুদান দেবে। ক্যাথরিন মাসুদ এখন ছবির শিল্পী কলাকুশলী মনোনয়নে মনযোগ দিচ্ছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

অবশেষে নতুন ছবি পেলেন অপু

1249_349998দীর্ঘদিন ধরে অপু বিশ্বাস নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি, অথচ তার হাতে থাকা ছবিগুলো একে একে মুক্তি পেয়ে যাচ্ছে। চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ারকে আবারও চাঙ্গা করার জন্য পরিচালক জাকির হোসেন রাজু তার ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিতে শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ করেছেন। খুব শীঘ্রই ছবির কাজ শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন রাজু। অপু বিশ্বাসও আবারও ফিরে আসতে চান। তাকে ঘিরে ষড়যন্ত্রে মেতে ওঠা লোকদের সঠিক জবাব দিতে তিনিও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

মামুনুজ্জামান মামুন প্রযোজিত ‘মনের মত মানুষ পাইলাম না’ চলচ্চিত্রটি ছাড়াও আরও কিছু ছবির ব্যাপারে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন অপু। সব কিছু ঠিক থাকলে আগামী বছর থেকে আবারও ব্যস্ত হয়ে পড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সূত্র: দৈনিক কালের কন্ঠ

আবার প্লেব্যাকে শাকিব!

image_1249_349995সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ চলচ্চিত্রে দ্বিতীয়বারের মত প্লেব্যাক করলেন শাকিব খান। ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’ শিরোনামে কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সংগীতায়োজনে গানে শাকিব খানের সাথে কন্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী। Continue reading