বাংলার ফাটাকেষ্ট

imagesফাটাকেষ্ট পশ্চিম বঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তীর একটি চলচ্চিত্রের নাম। ছবিটি ব্যবসায়িকভাবেও সফল।

এবার বাংলাদেশে নির্মান হচ্ছে ‘বাংলার ফাটাকেষ্ট’। পরিচালনা করছেন সাজ্জাদুর রহমান।

ফাটাকেষ্ট চরিত্রে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে ছবিটির শ্যুটিং চলছে এফডিসি ও নানা লোকেশানে।

সুত্র: প্রথম আলো

চলচ্চিত্রে শম্পার ব্যস্ততা

57773_e6

‘সুপার হিরো সুপার হিরোইন’ রিয়েলিটি শো’র মাধ্যমে মিডিয়াতে অভিষেক হওয়া শম্পা সম্প্রতি এক সাক্ষাতকারে তার চলচ্চিত্রকেন্দ্রিক ব্যস্ততার কথা জানিয়েছেন। ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন তিনি।

‘ওয়ান ওয়ে রোড’ নামে একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন গত ৭ তারিখ থেকে। ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘এক্সকিউজ মি‘ নামে দুটো ছবির ডাবিং এর কাজ চলছে বর্তমানে।

কিছুদিন আগে শম্পার প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা‘ মুক্তি পেয়েছে। দর্শক রেসপন্স সম্পর্কে শম্পা ‘মোটামুটি ভালো’ বলেছেন। অনেকেই গল্প ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছে বলেও জানান তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি প্রায় ৬টির মত ধারাবাহিক ও ডেইলিসোপে কাজ করছেন শম্পা।

সুত্র: দৈনিক ইত্তেফাক

ভৌতিক ছবিতে শম্পা

57773_e6এবার ভৌতিক ছবিতে অভিনয় করেছেন সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতা থেকে উঠে আসা  অভিনেত্রী শম্পা।

ছবির নাম ‘ওয়ানওয়ে রোড’। ছবিটি পরিচালনা করছেন এম ফেরদৌস রেজা।

একাধিক ছবিতে একই প্রতিযোগিতার মাধ্যমে আসা সাগরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি। এবারের ভৌতিক ছবিটিও করছেন সাগরের বিপরীতে।

গতকাল থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

সুত্র: মানবজমিন

আবারো চলচ্চিত্রের গানে আনুশেহ

image_505_70493আবারো প্লে-ব্যাক করতে যাচ্ছেন শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল।

তিনি হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেবেন। গানটির সুর-সঙ্গীত করবেন বাপ্পা মজুমদার। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। আনুশেহর সঙ্গে গানটিতে কণ্ঠ দেবেন পান্থ কানাই

চলতি সপ্তাহেই আমার স্টুডিওতে গানটি রেকর্ডিং হবে।

জানা গেছে, আগামী মাসের মধ্যেই ‘সত্তা’ ছবির গানের অ্যালবামটি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তবে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটি প্রকাশ হবে তার এখনও চূড়ান্ত হয়নি।

আনুশেহ আনাদিল এর আগেও প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ‘অন্তর্যাত্রা’ ছবিতে প্লে-ব্যাক করেছেন। এ ছবিতে তিনি অভিনয়ও করেন। বর্তমানে তিনি তার ‘রাই’ অ্যালবামের মিউজিক ভিডিও নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সুত্র: যায় যায় দিন

মালয়েশিয়ার চলচ্চিত্রে নিরব

image_1433_349817.gifমালয়েশিয়ায় নির্মাণাধীন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন নিরব। এতে তার বিপরীতে অভিনয় রবেন মালয়েশিয়ান অভিনেত্রী ওয়া জাইনাল।

ছবিটি মালয় ভাষায় তৈরি হলেও চীনা, তামিল, থাই, সিঙ্গাপুর ও বাংলা ভাষায় সাবটাইটেল থাবে। এ ছবির কাজে  ১০ জুন ঢাকা ছাড়বেন নিরব।

এ ছবিতে তিনি বাংলাদেশি শ্রমিকের চরিত্রে কাজ করবেন।

সুত্র: সমকাল

‘কানামাছি’-তে চঞ্চল চৌধুরী

2013-06-08-17-13-38-51b36642d244b-untitled-22তৌকীর আহমেদের রূপকথার গল্প, গিয়াসউদ্দিন সেলিমেমনপুরা, গৌতম ঘোষের মনের মানুষ আর মোস্তফা সরয়ার ফারুকীটেলিভিশন—এই চারটি ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী

এবার তিনি অভিনয় করবেন তাঁর পাঁচ নম্বর চলচ্চিত্রে।

ছবির নাম কানামাছি। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালকের কাছ থেকে জানা গেছে, এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চঞ্চলের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন ছবির নায়িকাসহ অন্য চরিত্রগুলোর ব্যাপারে আলোচনা হচ্ছে।

কানামাছি ছবির শুটিং শুরু হবে ২০ সেপ্টেম্বর। শুরুতে শুটিং হবে এফডিসিতে। এরপর হবে সিলেট, বান্দরবান ও কক্সবাজারে।

কানামাছি ছবিতে গান থাকছে সাতটি। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরেফিন রুমি

সুত্র: প্রথম আলো

গুরুত্বহীন চরিত্রে দেখানোর হুমকি

image_46914পরবাসিনীমেহজাবিনের প্রথম চলচ্চিত্র কিনা এবার এই বির্তকে এবার মুখ খুললেন ছবিটির পরিচালক স্বপন আহমেদ। তিনি মেহজাবিনকে তার চলচ্চিত্রে গুরুত্বহীন চরিত্রে দেখানোর হুমকি দিলেন।

সম্প্রতি চ্যানেল আইয়ের একগুচ্ছ ‘বুটিক সিনেমা’ নামের ক্যাম্পেইনে মেহজাবিন তার চলচ্চিত্র ক্যারিয়ার প্রসঙ্গে মন্তব্য করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্রই তার জীবনের প্রথম চলচ্চিত্র।

এ বিষয়ে ‘পরবাসিনী’র পরিচালক স্বপন আহমেদ বলেন,  ‘পরবাসিনী’তে মেহজাবিন অভিনয় করেছে এটা সবারই জানা। তবে আমি নিজেও ওর এ ধরনের আচরণে কষ্ট পেয়েছি। আর এভাবে ভুল ও বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিলে হয়তো আমার ‘পরবাসিনী’ চলচ্চিত্রে দেখা যাবে মেহজাবিন চতুর্থ কোনো অগুরুত্বপূর্ণ চরিত্রের কোনো এলিয়েন হিসেবে। এক পরিচালকের ছবি হাতে নিয়েই অন্য পরিচালকের কাজকে অস্বীকার ও ভ্রান্ত তথ্য দেওয়া, মোটেই শুভকর নয়। আমি এ নিয়ে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিতেও একটি লিখিত প্রতিবাদ জানাব’।

সুত্র: দৈনিক ইত্তেফাক

‘পপি’র আমি ভালোবাসিনি ও চার অক্ষরের ভালোবাসা

Popiসময় থাকলে আর ভালো গল্প পেলে তবেই পপি অভিনয় করেন ছোট পর্দায়। তাও আবার বছরে হাতে গোনা দু-একটি।

এরই মধ্যে রোজার ঈদের ‘আমি ভালোবাসিনি’ টেলিছবিতে কাজ করার ব্যাপারে পরিচালক হিমেল আশরাফের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে তাঁর।  লিখেছেন ফারুক হোসেন। টেলিছবিটি প্রচারিত হবে ঈদে বাংলাভিশনে।

আমি ভালোবাসিনি টেলিছবিতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আগামী ১৬ জুন থেকে এর শুটিং হবে।

এর আগে তিনি অভিনয় করেছিলেন গোধূলির দেখা আলো নাটকে। পরিচালক ছিলেন মেজবাহ শিকদার।

পপি এখন অভিনয় করছেন চার অক্ষরের ভালোবাসা ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে আরও আছেন ফেরদৌসনিরব

সুত্র: প্রথম আলো

মেহজাবিন পরবাসিনী চলচ্চিত্রের প্রধান নায়িকা নন!

পরবাসিনী চলচ্চিত্রে মেহজাবিন প্রধান নায়িকা নন, বরং ৮/১০ জন এলিয়েন চরিত্রের একজন – এমন দাবী করেছেন পরবাসিনী চলচ্চিত্রের সহকারী পরিচালক ভাস্কর দে জনি। পরবাসিনী চলচ্চিত্রের ফেসবুক পেজ ‘Porobashinee’ থেকে দেয়া এক স্ট্যাটাসে জনি এ কথা জানান। গত ৪ জুন একটি দৈনিকে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘ডুবোশহর’ এ অভিনয প্রসঙ্গে মেহজাবিন বলেন, যদিও তিনি কিছুদিন পরবাসিনী ছবির শ্যুটিং করেছিলেন, এখন সেই ছবির কোন খবর নেই বলে ‘ডুবোশহর’ই তার প্রথম চলচ্চিত্র। মেহজাবিনের এই বিবৃতির প্রতিবাদ জানিয়ে দেয়া স্ট্যাটাসে জনি জানান, শ্যুটিং ঠিকই হয়েছে কিন্তু শ্যুটিং এ মেহজাবিন উপস্থিত ছিলেন না। শ্যুটিং এর আগে টিম এর পক্ষ থেকে মেহজাবিনকে ফোন করে ও এসএমএস পাঠিয়েও কোন রিপ্লাই পাওয়া যায় নি। পরবাসিনী চলচ্চিত্রটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। মেহজাবিন পরবাসিনী চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী নন জানিয়ে স্ট্যাটাসে বলা হয় – ছবির শ্যুটিং শেষ পর্যায়ে এবং ছবির প্রধান অভিনেত্রী না হওয়ার কারনে মেহজাবিন জানেন না শ্যুটিং চলছে কিনা। তিনি মেহজাবিনকে ভুল তথ্য দিয়ে দর্শককে বিভ্রান্ত না করার অনুরোধ জানানো হয়।

প্লেব্যাকে ফিরছেন মিলা

image_milaদীর্ঘদিন থেকেই চলচ্চিত্র কিংবা অ্যালবামের গানে নেই পপতারকা মিলা। তার চতুর্থ একক অ্যালবামটিও প্রায় আড়াই বছর ধরে আটকে রয়েছে। প্রায় দুই বছর আগে তিনি সর্বশেষ চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন। তবে খুব শিগগিরই আবার প্লেব্যাকে ফিরতে যাচ্ছেন তিনি।

বাপ্পা মজুমদারের সুর-সঙ্গীতে কিছু দিনের মধ্যেই ‘সত্তা’ ছবির গানে তার কণ্ঠ দেয়ার কথা রয়েছে। এ ছবির কাহিনী, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল। গানের কথা লিখেছেন শাহান কাবন্ধ।

২০১০ সালে বাপ্পার সঙ্গে সর্বশেষ ‘বেইলি রোড’ ছবিতে গান করেছিলেন মিলা। সে সময় গানটি বেশ জনপ্রিয় হয়েছিল।

সুত্র: যায় যায় দিন