আবারও নজরুল সাহিত্যে

59244_e4ইতিপূর্বে নজরুল সাহিত্য নিয়ে দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে বাংলাদেশে। মেহেরনেগার  ও রাক্ষুসী। দুটোতেই অভিনয় করেছেন ফেরদৌস। তৃতীয় চলচ্চিত্রটিতেও কাজ করতে যাচ্ছেন তিনি। Continue reading

এ বছরেই ‘বাংলার ফাটাকেষ্ট’

image_516_72265ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘বাংলার ফাটাকেষ্ট’ ছবিটির শুটিং প্রায় শেষের পথে।

চলতি বছরে মুক্তি দেয়ার লক্ষ্যে এর যাবতীয় কাজ দ্রুত শেষ করা হচ্ছে।

এফডিসিতে গত ১৩ জুন পর্যন্ত বাংলার শুটিং হয়েছে। কিছু টেকনিক্যাল কারণে শুটিংয়ের কাজ কদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কিছু দিনের মধ্যেই আবার শুটিং শুরু হবে।

 

ছবিটি কলকাতার ‘ফাটাকেষ্ট’ ছবি অবলম্বনে নির্মিত হচ্ছে।  পরিচালনা করছেন সাজ্জাদুর রহমান (বাদল)।

ইলিয়াস কাঞ্চন ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা প্রবীর মিত্র, নবাগত সিমি, কাবিলা, আমির সিরাজী প্রমুখ।

সুত্র: যায় যায় দিন

ছয় ছবির নায়িকা আইরিন

image_1279_357897র‌্যাম্পের আইরিন এখন হাফ ডজন চলচ্চিত্রের নায়িকা। তুমুল ব্যস্ততায় কাটছে তার সময়। ছবিগুলোর কোনোটার শুটিং শেষের দিকে, কোনোটা মাঝপথে, কোনোটা শুরু হয়েছে কেবল।

প্রথম ছবি ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ থেকে শুরু করে আফসানা মিমির ‘রান’ পেরিয়ে তিনি এখন কণ্ঠে তুলেছেন ‘ভালবাসা জিন্দাবাদ’।

আছে আরো তিনটি ছবি- ফয়সাল রেতদির ‘এ কেমন প্রেমের গল্প’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ এবং গাজীউর-শাহজাহানের ‘সেই তুমি’।

একেকটি ছবিতে ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রতিটি ছবিই আগামী দিনে চলচ্চিত্রে তাঁর একটা পোক্ত অবস্থানের কথা বলছে।

র‌্যাম্প ও মডেলিংয়ে পর কয়েকটি নাটকে উপস্থিত হয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অভিনয়ও জানেন তিনি! তাঁর সেই চেষ্টা সার্থকতার হাত ধরে চলতে শিখবে তখনই, যখন আইরিন হাজির হবেন সিনেমা হলের বড় পর্দায়। সে পর্যন্ত চোখ-কান বুজে ধৈর্য ধরে লেগে আছেন আইরিন।

সুত্র: কালের কন্ঠ

নিপুণের ‘লাভ ইন কোরিয়া’

58141_e4‘লাভ ইন কোরিয়া’ নতুর কোন চলচ্চিত্র নয়। দুই বছর আগে ওয়াকিল আহমেদের পরিচালনায় ‘লাভ ইন কোরিয়া’-র কাজ শুরু করেছিলেন নিপুণ। ১৮ দিন কোরিয়ায় শুটিংয়ের পর অজানা কারণে ছবিটির কাজ বন্ধ করে দেন পরিচালক।

সম্প্রতি পরিচালক আবার শিডিউল চেয়েছেন তাঁর কাছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিংয়ে নিপুণের সঙ্গে অংশ নেবেন সহশিল্পী নিরব

সূত্র: কালের কন্ঠ

গোবিন্দের সঙ্গে অভিনয় করছেন সিমলা

Shimla-Govindসিমলার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রথম ছবিতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। এবার অভিনয় করছেন দেশের বাইরে চলচ্চিত্রে।

এ মাসের ১৩ তারিখ থেকে কলকাতায় ছবি ‘সমাধি’-র শুটিং শুরু করেছেন মুম্বইয়ের জনপ্রিয় নায়ক গোবিন্দের সঙ্গে।

গীত সংগীত প্রোডাকশনের ব্যানারে পিন্টু দাস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন দীপঙ্কর স্যান্যাল। একই ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় মুখ ফেরদৌস। ২৩শে জুন থেকে ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।

সূত্র: মানবজমিন

মালয়েশিয়ান চলচ্চিত্রে প্রধান চরিত্র নিরব

Nirobবাংলাদেশী অভিনেতা নিরব প্রথমবারের মত মালয়েশিয়ান চলচ্চিত্রে অভিনয় করছেন, তাও আবার প্রধান চরিত্রে। চলচ্চিত্রের নাম ‘মাঙ্গালা কাউবয়’, পরিচালনা করছেন নেইম উই।

শ্যুটিং শুরু হওয়া চলচ্চিত্রের তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন মালয়েশিয়ান অভিনেত্রী আতিকা সাহাইমি।

মাঙ্গালা কাউবয় ছবিতে নিরবের চরিত্র একজন কাউবয়ের যিনি জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছেন। তার নায়িকা আতিকা একজন নার্সের চরিত্রে অভিনয় করছেন। ঘটনাক্রমে পরিচয় ঘটে। মাঙ্গালা কাউবয় একটি রোমান্স ও ট্রাজিক গল্পের চলচ্চিত্র।

চলচ্চিত্রটির নাম প্রসঙ্গে নীরব জানান, ‘মাংগালা’ শব্দটি নির্বাচন হয়েছে ‘বাংগালা’ থেকে। অর্থাং মালয়েশিয়ার ‘মা’। আর বাংলাদেশের বাকিটা নিয়ে ‘মাংগালা কাউবয়’ নামটি চূড়ান্ত করেছে প্রযোজক-পরিচালক। চলচ্চিত্রের একটি গান বাংলা ভাষায় রাখারও পরিকল্পনা করছেন প্রযোজক এবং পরিচালক।

নিরব জানিয়েছেন, ছবিতে অভিনয় করতে গিয়ে নানারকম অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। তাদের লাইট, ক্যামেরা, লোকেশন, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ইত্যাদির প্রশংসা করেন তিনি।

চলচ্চিত্রের শ্যুটিং আরও ২৮দিন চলবে। এর আগে  জানা গিয়েছিল, নিরব বাংলাদেশী শ্রমিকের চরিত্রে অভিনয় করবেন।

সূত্র: মানবজমিন

আবারও বাসু চ্যাটার্জীর ছবিতে ফেরদৌস

Ferdousভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জীর সাথে আবারও কাজ করছেন ফেরদৌস। ছবির নাম  ‘ বিয়ের ফাঁদে’।

ফেরদৌস জানিয়েছেন, দর্শক যেরকম ছবি পছন্দ করবে ঠিক সেরকম ছবির স্ক্রিপ্ট তার কাছে দীর্ঘদিন আগেই দিয়ে রেখেছিলেন বাসু চ্যাটার্জী। এবার তার সদ্ব্যবহার করা হবে। ফেরদৌস ছবিতে অভিনয় ছাড়াও সহপ্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘বিয়ের ফাঁদে’ একটি যৌথ প্রযোজনার ছবি।

বাংলাদেশ ও ভারতের সঙ্গীত পরিচালকরা ছবির সঙ্গীতায়োজন করবেন। আগামী অগাস্ট মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে।

সূত্র: কালের কন্ঠ

নজরুলের উপন্যাস ভিত্তিক চলচ্চিত্রে সোহেল রানা-সুচরিতা

Sohel Rana - Suchoritaজাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘অতৃপ্ত কামনা’ নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে একত্রে কাজ করবেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা এবং সূচরিতা। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির নাম ‘প্রিয়া তুমি সুখি হও‘। চলচ্চিত্রটি পরিচালনা করছেন গীতালী হাসান।

চলছ্চিত্রে চ্যানেল আই সেরা নাচিয়ে দুই নতুন মুখও থাকছেন। এরা হলেন শায়লা সাবি ও মামুন সাই।

আগামী সপ্তাহ থেকে শুরু হওয়অ ছবির শ্যুটিং এ চিত্রগ্রহন করবেন জেড এইচ মিন্টু। এর আগে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে কবি নজরুলের সাহিত্য নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষুসী’ ও ‘মেহের নেগার’।

সূত্র: মানবজমিন

আবারও লাভ ইন কোরিয়া প্রজেক্টে নিপুণ

Nipunদুই বছর আগে কিছুদিন শ্যুটিং হয়ে বন্ধ হয়ে যাওয়া ওয়াকিল আহমেদের পরিচালনায় চলচ্চিত্র ‘লাভ ইন কোরিয়া’ ছবিতে আবারও অভিনয় করতে যাচ্ছেন নিপুণ। এর আগে আঠারো দিন শ্যুটিং হয়ে অজানা কারণে বন্ধ করে দেন পরিচালক। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আবারও শ্যুটিং শুরু হচ্ছে।

এবারে নিপুণের সাথে শ্যুটিং অংশ নিচ্ছেন নিরব। ছবির গল্প ও লোকেশন ভালো ছিল কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন নিরব। আবারও কাজ শুরু হচ্ছে বলে তিনি আনন্দ প্রকাশ করেন।

সূত্র: কালের কন্ঠ

 

এক চলচ্চিত্রে শাকিব খান – চঞ্চল চৌধুরী

Shakib Khan - Chanchal Chowdhuryবাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং জনপ্রিয় টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী একত্রে অভিনয় করতে যাচ্ছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই চলচ্চিত্রের নাম ‘কানামাছি’। শাকিব খান ও চঞ্চল চৌধুরী – দুজনের সাথেই আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছবির শ্যুটিং হবে এফডিসি, বান্দরবান, সিলেট ও কক্সবাজারে। কানামাছি ছবির গল্প কিছুটা রোমান্টিক অ্যাকশন ধাঁচের। দুর্ধর্ষ সন্ত্রাসী শাকিব খান ভালোবাসে এক মেয়েকে কিন্তু তার বাগদান হয় পুলিশ অফিসার চঞ্চল চৌধুরীর সাথে। এরপর শুরু হয় পুলিশ-ক্যাডারের লড়াই।

মোট সাতটি গান থাকবে চলচ্চিত্রটিতে। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করবেন আরেফিন রুমি। গান লিখছেন মাহমুদ মঞ্জুর, রবিউল ইসলাম জীবন এবং আরেফিন রুমি।

কানামাছি চলচ্চিত্রের নায়িকা এখনো নির্বাচন করা হয় নি। তবে কলকাতা থেকে নায়িকা নির্বাচনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিচালক।

সূত্র: প্রথম আলো